বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে এবং জনদুর্ভোগ লাঘবে সবসময় অসহায় মানুষের পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো: খায়রুল হাসান।
তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও জামায়াত দলীয়ভাবে যে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে, তা রাজনীতির জন্য এক উজ্জ্বল মডেল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনপাড়ায় জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে একটি সড়ক সংস্কার কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জামায়াতের এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। খায়রুল হাসান বলেন, "মানুষের কষ্ট লাঘব করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই সড়কটি নির্মাণের ফলে এই এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে, ইনশাআল্লাহ।"
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো: আফতাব উদ্দিন, কালিগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, পৌরসভার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, থানা কর্মপরিষদ সদস্য মো: আমিনুল ইসলাম, জামায়াত নেতা ও সাংবাদিক হুমায়ুন কবির, মো: আরিফ, মো: আবু তাহের, মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতারা বলেন, জামায়াত সব সময় আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, সড়ক সংস্কার কাজের উদ্বোধনের পর জননেতা মো: খায়রুল হাসান সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ এবং কালিগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
শিক্ষার প্রসারে ও কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এলাকার উন্নয়নে এ ধরনের অংশগ্রহণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর