
আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের আন্তঃলেনদেন (Interoperable System) চালু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) প্ল্যাটফর্মের মাধ্যমে এই নতুন সুবিধা কার্যকর হবে।
এর ফলে বাংলাদেশের যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে বিকাশ, নগদ, রকেটসহ এমএফএস ওয়ালেটে টাকা পাঠানো বা গ্রহণ করা যাবে। তবে এর জন্য লেনদেনের পরিমাণ অনুযায়ী নির্ধারিত চার্জ দিতে হবে।
চার্জ কাঠামো
প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (PSD) সোমবার (১৩ অক্টোবর) এক নির্দেশনায় জানিয়েছে, দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আগে এনপিএসবি প্ল্যাটফর্ম শুধু ব্যাংক-টু-ব্যাংক লেনদেনে সীমাবদ্ধ ছিল, এবার সেটির পরিধি বাড়িয়ে ব্যাংক-টু-এমএফএস ও ব্যাংক-টু-পিএসপি সংযোগও যুক্ত করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নিজস্ব লেনদেন সীমার মধ্যেই এই সেবা পরিচালনা করবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর