
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৫ অক্টোবর ২০২৫ তারিখে। উচ্চশিক্ষায় ভর্তির প্রথম ধাপ হিসেবে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার ফল এখন ঘরে বসেই জানা যাবে অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে।
অনলাইনে ফলাফল জানতে শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-এ
প্রবেশ করতে হবে। সেখানে পরীক্ষার নাম (HSC/Alim), বছর (২০২৫), বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে সাবমিট করলে ফলাফল দেখা যাবে। এখান থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে। বিকল্পভাবে www.eduboardresults.gov.bd
ওয়েবসাইটেও একইভাবে ফল জানা যাবে, যেখানে সাধারণত দ্রুত ফলাফল পাওয়া যায়।
অনলাইন ব্যস্ত থাকলে মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা সম্ভব। এজন্য মেসেজে লিখতে হবে—
HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
তারপর পাঠাতে হবে 16222 নম্বরে। কয়েক মিনিটের মধ্যেই ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
সব বোর্ডের ফলাফল একই দিনে প্রকাশ পাবে। ফল প্রকাশের পর ৫–১০ মিনিটের মধ্যেই এসএমএসে ফলাফল পাওয়া সম্ভব। মার্কশিটসহ ফলাফল জানা যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে। ফলাফল নিয়ে অসন্তুষ্ট হলে নির্দিষ্ট ফি প্রদান করে বোর্ডে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের দ্রুত মার্কশিট ডাউনলোড করে পরবর্তী ভর্তি প্রক্রিয়া শুরু করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।
সাজু/নিএ
সর্বশেষ খবর