
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের আঙুলে যে কালি দেওয়া হচ্ছে, তা মুছে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটার এবং প্রার্থীরা বলছেন, এতে জাল ভোট দেওয়ার শঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে এ অভিযোগ পাওয়া গেছে।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা ভোট দেওয়ার পর বাইরে এসে হাতে ঘষা দিয়েছেন। ঘষার পরপরই ব্যবহৃত অমোচনীয় কালি উঠে যাচ্ছে।
ভোট প্রদান শেষ জুবায়ের নামের এক শিক্ষার্থী বলেন, ‘নির্বাচন কমিশন বলেছিল, তারা দেশের বাইরে থেকে কালি আমদানি করেছেন, যেন না উঠে যায়। কিন্তু আমি ভোট দেওয়ার সাথে সাথেই উঠে গেল।’
শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল, তারা যে কালি ব্যবহার করবে তা উঠবে না। কিন্তু এখানে ভোট দিতে এসে এই অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনকে অবগত করেছি।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর