
মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে মাদকদ্রব্যের উপ-পরিদর্শক (এসআই) সহ ১০ জন স্থানীয় গ্রাম বাসীর হাতে মবের শিকার হয়েছেন। ২ ঘণ্টা পর পুলিশ এসে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দশ সদস্যের এক টিম সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অভিযান চালান। অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। পরে আটককৃতের দেওয়া তথ্যে পার্শ্ববর্তী এলাকার দুজনের বাড়ি তল্লাশি চালানো হয়। তাদের কাছে মাদকের উপস্থিতি না পেয়ে চলে আসার সময় আটককৃত ব্যক্তির স্বজনেরা দুইজনকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ আনেন। এই অভিযোগ এলাকায় চড়াও হলে স্থানীয় বাসিন্দারা জনতা বদ্ধ করে মাদকদ্রব্য টিমকে আটক করে মবের সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে দুই ঘন্টা পর আটককৃত মাদক ব্যবসায়ী ও অভিযানের ১০ সদস্যকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (২০) ধানকোড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যের কর্মকর্তা আতাউর রহমান সজিব বাদী হয়ে আরিফুল ইসলামের নামে একটি মাদক মামলা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বলেন, গতকাল এই অভিযানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখানে ভিন্ন কোন বিষয় থাকতে পারে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি এবং আমরা তদন্ত করছি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ বলেন, এ ঘটনায় ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শওকত ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করছেন। সরেজমিন রিপোর্ট পাওয়ার পর আমরা ঘটনাটা পূর্ণাঙ্গ জানতে পারবো এবং তৎক্ষণাৎ আমাদের যা করণীয় আমরা তা করব।
কুশল/সাএ
সর্বশেষ খবর