
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হাউজিং অ্যান্ড এস্টেট শাখার কর্মকর্তা মো. আব্দুল কাদের রহমান কর্তৃক নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ওই কর্মকর্তার বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন বরাবর স্মারকলিপি জমা দেন।
শিক্ষার্থীরা জানান, গত ১৫ অক্টোবর নোবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে ছাত্রীসংস্থা নিয়ে করা একটি পোস্টে কর্মকর্তা আব্দুল কাদের রহমান নারী শিক্ষার্থীদের নিয়ে “আর নয় গুপ্ত ও পরকীয়া, এবার স্বামী হিসাবে স্বীকৃতি” মন্তব্য করেন। শিক্ষার্থীদের অভিযোগ, ওই মন্তব্য কেবল অশালীন ও মানহানিকরই নয়, বরং এটি নারী শিক্ষার্থীদের মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ।
মানববন্ধনে অংশ নেওয়া তানজিনা আক্তার রিমি বলেন, “ছাত্রীদের বিরুদ্ধে এমন যৌন ইঙ্গিতপূর্ণ ও অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না। এটি সরাসরি হয়রানি ও মানসিক নির্যাতনের শামিল।” তিনি দ্রুত সময়ের মধ্যে কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শিক্ষার্থী রাহীকুম মাখতুম বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আমাদের অভিভাবকের ভূমিকা পালন করেন। অথচ একজন কর্মকর্তা নারী শিক্ষার্থীদের নিয়ে এমন মন্তব্য করেছেন, যা গভীরভাবে হতাশাজনক। প্রশাসনকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে।”
আরেক শিক্ষার্থী নিশাদ আহমেদ জীবন বলেন, “একজন কর্মকর্তা আমাদের ছাত্রীদের নিয়ে স্লাট শেমিং করেছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। নারী শিক্ষার্থীরা মতাদর্শ বা রাজনীতি নিয়ে প্রকাশ্যে অবস্থান নিলেই তাদের চরিত্রহননের চেষ্টা করা হয়, এ সংস্কৃতি বন্ধ করতে হবে।”
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, “সরকার যেখানে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করতে কাজ করছে, সেখানে বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা নারী শিক্ষার্থীদের হেয় করছেন—এটি লজ্জাজনক। আমরা চাই প্রশাসন অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক।”
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ওই কর্মকর্তার প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, প্রশাসনিক তদন্ত কমিটি গঠন এবং বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর