
মৌলভীবাজার জেলার জুড়ীতে এমপিওভুক্ত শিক্ষক - কর্মচারীদের বাড়ি ভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% এর দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মানববন্ধন করা হয়েছে।
জুড়ী উপজেলা চত্বরে বাবেশিকফো কেন্দ্রীয় সহ-সভাপতি ও কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ ও জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকারের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান।
মানববন্ধনে বক্তব্য দেন রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা আব্দুর রহমান, শাহখাকী( র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাজী আপ্তাব আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রভাষক এনায়েত হোসেন, জায়ফরনগর মহিলা মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদ, সোনা মিয়া আপ্তারুনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুজ্জামান, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জবা রাণী চাষা, নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক চান্দ আলী, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মনসুরুল রহমান পলাশ, কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন রাগনা বটুলী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সবুজ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। এদেশের বড় বড় আমলাদের ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করছে। তাই তারা এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শিক্ষক পরিবার ঘরে ফিরে যাব না।
কুশল/সাএ
সর্বশেষ খবর