
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের নাম আব্দুল মালেক (৮০)। তিনি করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি এলাকার মৃত শহর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মো. বাদল (৪০) ছুরিকাঘাত করে পিতা মালেককে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা ব্যবসায়ী হেলাল উদ্দিন জানান, বাদল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারের সকল সদস্যের সঙ্গে খারাপ আচরণ করত। কিছুদিন আগে তার বাবা বাদী হয়ে মাদক সংক্রান্ত একটি মামলা করলে বাদল কয়েক মাস কারাভোগের পর বাড়ি ফিরে আসে। এরপর থেকে তার আচরণ আরও খারাপ হয়ে ওঠে। এ কারণে তার স্ত্রীও বাবার বাড়ি চলে গেছেন বলে জানান তিনি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে খোকন পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর