
মৌলভীবাজার জার্মান নাগরিক এ্যানদেরি হিলফে-এর অর্থায়নে মৌলভীবাজার জেলার জুড়ীতে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এবং পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজ আহমেদ কিবরিয়ার সার্বিক সহযোগিতায় স্থানীয় আল-ফালাহ একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু শিবির আয়োজন করা হয়।
এতে বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ৫ শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষা ও ঔষধপত্র এবং চশমা প্রদান করা হয়। এছাড়া ৩০ জন ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। চক্ষু শিবিরের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর