
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শনিবার (১৮ অক্টোবর) রাতে দুটি কফিনে রেডক্রসের কাছে হস্তান্তর করে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের।
তবে এ লাশ কোন কোন জিম্মির সেটি প্রকাশ করেনি হামাস।
লাশগুলো গাজায় অবস্থানরত ইসরাইলি সেনাদের কাছে পৌঁছে দেয় রেডক্রসের কর্মীরা। সেখান থেকে লাশগুলোর পরিচয় শনাক্ত করতে ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নেওয়া হয়।
এগুলোর পরিচয় নিশ্চিত হতে দুইদিন বা তারও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসরাইলি কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত হামাস যতগুলো মরদেহ পাঠিয়েছে সেগুলোর পরিচয় একদিনের কম সময়ে শনাক্ত করেছে আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটের চিকিৎসকরা।
নতুন দুটি লাশ জিম্মিদের এটি নিশ্চিত হওয়া গেলে ইসরাইলের কাছে হামাসের হস্তান্তরকৃত লাশের সংখ্যা ১২ জনে পৌঁছাবে। আর হামাসের কাছে থাকবে আরও ১৬টি লাশ।
গত সপ্তাহে হামাস জানিয়েছিল, তাদের কাছে যেসব জিম্মির মরদেহ আছে তার সবগুলো তারা ফিরিয়ে দিয়েছে। এখন বাকি মরদেহ পেতে খোঁজ চালাতে হবে। এজন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ও সহায়তা প্রয়োজন হবে বলে জানিয়েছিল তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর