
গাজীপুরের কালীগঞ্জে সিআইডি কর্মকর্তার ছদ্মবেশে এক তরুণীকে (১৯) তাঁর নিজ বাড়ি থেকে অপহরণের ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত এক নারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পলাতক রয়েছে আরও এক নারীসহ অজ্ঞাত চারজন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত নারীর নাম রাবেয়া বেগম (৪৫)। তিনি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের ছাদেক ভূঁইয়ার স্ত্রী। ভুক্তভোগী তরুণী মোসা. সুমাইয়া আক্তার (১৯) জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকার শুকুর আলীর মেয়ে।
ভুক্তভোগীর মা মাকসুদা আক্তারের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত রাবেয়া বেগম, পলাতক আসামি হেলেনা আক্তার আইভি (৩৮) এবং অজ্ঞাত আরও চারজন পুরুষ একটি সাদা মাইক্রোবাসে করে তাঁদের বাড়িতে আসে। তারা নিজেদের সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং কোনো কারণ ছাড়াই সুমাইয়া আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাঁদের উদ্দেশ্য ছিল মেয়েকে গোপনে কোথাও আটকে রাখা।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার কালীগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযানে নামে এবং অপহৃত সুমাইয়াকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাবেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। তবে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হেলেনা আক্তার আইভিসহ বাকিরা পালিয়ে যায়।
ওসি মো. আলাউদ্দিন জানান, এই ঘটনায় ভুক্তভোগীর মা মাকসুদা আক্তার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণ, অপহরণ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে (দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০/৩৬৫/৫০৬/৩৪ ধারা)।
গ্রেপ্তারকৃত রাবেয়া বেগমকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর