
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২০ অক্টোবর/২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক রিনা বেগম এবং নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।
অভিযানে যেসব অভিযোগে জরিমানা করা হয়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান ও পরিমাণ:
* মিন্টু ফার্মেসি – ১০,০০০ টাকা
* পণ্ডিত ফার্মেসি (মালিক: লিটন পণ্ডিত) – ৫,০০০ টাকা
* অজিত মুদির দোকান – ৫,০০০ টাকা
* সুমিত মিষ্টান্ন ভাণ্ডার – ১০,০০০ টাকা
* হীরা মসলা দোকান (নগেন্দ্র মিল) – ২,০০০ টাকা
অভিযান শেষে উপ-পরিচালক রিনা বেগম জানান, “বাজারে বেশ কিছু দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং মূল্যতালিকা অনুপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব কারণে সংশ্লিষ্ট দোকানগুলোকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে দোকান পরিষ্কার করে পুনরায় ব্যবসা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। ভবিষ্যতে যদি একই ধরণের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি প্রতিষ্ঠান সিলগালাও করা হতে পারে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, যদি কেউ কোনো অনিয়ম দেখতে পান, তাহলে সরাসরি অভিযোগ জানাতে পারেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর