
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে ইসলামী ছাত্রশিবির ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
সোমবার বিকালে নোয়াখালী প্রেসক্লাবে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন।
সংবাদ সম্মেলনে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন,গেল শনিবার বিকেলে জামায়াত-শিবিরের লোকজন নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে কোরআন শিক্ষার একটি কর্মসূচি পালন করছিলেন। গত বছরের ৫ আগস্টের পর আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেওয়া মো. সেলিম নামে এক ব্যক্তির সহায়তায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি নেতারা বলেন, গত শনিবার মসজিদে আয়োজিত ওই কর্মসূচিতে এলাকার শিশু-কিশোরদের ছাত্রশিবিরের ফরম পূরণ করা হচ্ছিল। স্থানীয় যুবদলের সভাপতিসহ কয়েকজন বাসিন্দা তাই মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নিষেধ করেন। তখন জামায়াত-শিবিরের নেতাদের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
নেয়াজপুর ইউনিয়ন বিএনপির দুই নেতা কামাল ও জাকির বলেন, শনিবারের এই হাতাহাতির ঘটনা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছিল। এর মধ্যেই গতকাল রোববার বিকেলে একই মসজিদে আরেকটি কর্মসূচি দেয় জামায়াত-শিবির। সেখানে নোয়াখালীর বিভিন্ন উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী ফেনী থেকে দলীয় লোকজনকে জড়ো করা হয়। তাঁরা মসজিদের ভেতরে দলীয় স্লোগান দেওয়ায় প্রথমে কয়েকজন মুসল্লি আপত্তি জানান। এরপর বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা আপত্তি জানিয়েছেন। তবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মুসল্লি ও বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন অভিযোগ করে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বলা হয়, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর ওই হামলা চালিয়েছে। বিএনপির কেউ তাঁদের ওপর হামলা করেনি। বরং এলাকার সাধারণ মানুষ যেভাবে জামায়াত-শিবিরের ওপর ক্ষিপ্ত হয়েছিল, বিএনপির লোকজন এগিয়ে না এলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত।
এ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ, আইনজীবী আবদুর রহিম প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর