
আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। সোমবার (২০ অক্টোবর) কমিশনের বৈঠকে গত ১০ বছরের ব্যবধান বিবেচনা করে ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়।
কমিশনের প্রস্তাব অনুযায়ী, গ্রেডভেদে নতুন বেতন হবে নিম্নরূপ—
গ্রেড-১: ১,৫০,৫৯৪ টাকা
গ্রেড-২: ১,২৭,৪২৬ টাকা
গ্রেড-৩: ১,০৯,০৮৪ টাকা
গ্রেড-৪: ৯৬,৫৩৪ টাকা
গ্রেড-৫: ৮৩,০২০ টাকা
গ্রেড-৬: ৬৮,৫৩৯ টাকা
গ্রেড-৭: ৫৫,৯৯০ টাকা
গ্রেড-৮: ৪৪,৪০৬ টাকা
গ্রেড-৯: ৪২,৪৭৫ টাকা
গ্রেড-১০: ৩০,৮৯১ টাকা
গ্রেড-১১ থেকে ২০ পর্যন্ত: ২৪,১৩৪ থেকে ১৫,৯২৮ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ২৭ জুলাই মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই দিনে গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যার নেতৃত্বে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব।
কমিশনকে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রস্তাবে শুধু বর্তমান অর্থবছরের কাঠামো নয়, ২০৩০ সাল পর্যন্ত সম্ভাব্য মূল্যস্ফীতির প্রভাব ও ব্যয়ভার বিবেচনায় ভবিষ্যৎ বেতন বৃদ্ধির রূপরেখাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এর সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর