
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল করা হয়।
দখলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন সাবেক সমন্বয়ক ও কর্মী ছিলেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, একদল তরুণ আওয়ামী লীগের কার্যালয়ের সামনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন। ওই সময় আরিফ মঈনুদ্দিনকে ঘটনাস্থলে সক্রিয়ভাবে নেতৃত্ব দিতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এনসিপি নেতারা কার্যালয়ে গিয়ে নিরাপত্তা প্রহরীর কাছে জানতে চান, রাতে কেউ সেখানে আসেন কি না। নিরাপত্তা প্রহরী জানান, কেউ আসেন না। এরপর তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং পরবর্তীতে নতুন তালা লাগিয়ে দেন।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “ঘটনাটি সম্পর্কে শুনেছি, তবে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর