
বগুড়া শেরপুরে বাড়িতে গৃহবধূর লাশ রেখে বাড়ির সবাই উধাও আব্দুল ওয়াদুদ। বগুড়ার শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নের মুক্তা খাতুনের (১৮) লাশ রেখে স্বামীসহ পরিবারের সবাই বাড়ি থেকে উঠাও পাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আটটায় লাঙ্গল মোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
সে লাঙ্গল মোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী। মুক্তা খাতুনের ভাই মাসুদ জানান, প্রতিবেশীরা আমাকে রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে জানান মুক্তা খাতুন গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মাসুদ তখন মুক্তার স্বামী ইয়াসিন এর নিকট মোবাইলে কথা বলতে চাইলে ওই প্রতিবেশী জানান তারা সবাই মুক্তার লাশ রেখে বাড়ি থেকে পালিয়েছে। খবর পেয়ে রাত ১টার দিকে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ এস এম মইনুদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর