কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় নাজমুল (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় দুর্ঘটনা ঘটে।
নাজমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরমান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং এক ছেলে সন্তান রয়েছে। ২০২৪ সালের ৪ অক্টোবর তিনি টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে ভৈরব থানায় যোগদান করেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান জানান, রাত্রীকালীন জরুরি ডিউটিতে নাজমুলসহ কয়েকজন পুলিশ সদস্য ট্রাক চালকের সঙ্গে কথা বলছিলেন। তখন ভৈরবগামী দ্রুতগতির অজ্ঞাতপরিচয় একটি ট্রাক পুলিশ পিকআপ ভ্যানের ডান পাশে সজোরে ধাক্কা দেয়, ফলে পিকআপ ভ্যানটি উল্টে গিয়ে নাজমুল মাথায় গুরুতর আঘাত পান।
উদ্ধার করে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর