
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও কাস্টম হাউস বেনাপোল এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারে সকল স্টেকহোল্ডার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার সময় বেনাপোল কাস্টমস হাউসের ইছামতী কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাস্টমস ও স্থলবন্দর সংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদার, আমদানি-রপ্তানি পণ্যের সংরক্ষণ, আন্তর্জাতিক চেকপোস্টের নিরাপত্তা জোরদার, অননুমোদিত প্রবেশ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় বেনাপোল কাস্টম হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন বলেন, "বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। বেনাপোল স্থলবন্দর দেশের একটি কৌশলগত ও প্রধান স্থলবন্দর। তাই এখানকার নিরাপত্তা নিশ্চিতে সকল স্টেকহোল্ডার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।"
ছুটির দিনগুলোতে পোর্ট থানা পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখতে হবে। খালি ট্রাকে বিজিবির চেকিং কার্যক্রম বৃদ্ধি এবং বন্দর এলাকায় অপরিত্যক্ত কেমিক্যাল দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইসিপি চেকপোস্ট এলাকায় বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক রাশিদুল সজীব নাজির, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) মো. আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক (ওসি-২) তাজুল ইসলাম, পোর্ট থানার অফিসার ইনচার্জ উপ-পরিদর্শক মানিক সাহা, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি কোম্পানি কমান্ডার আজিজুর রহমানসহ কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
সভা শেষে উপস্থিত কর্মকর্তারা বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউসের সার্বিক নিরাপত্তা জোরদারে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর