
গাজীপুরের কালীগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস, ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। "হাত ধোয়ার নায়ক হোন" (Be a Hand Washing Hero) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন, যা জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এ.টি.এম. কামরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, "স্বাস্থ্যকর ও উন্নত জীবনযাপনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিয়মিত হাত ধোয়ার কোনো বিকল্প নেই। একটি সুস্থ জাতি গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য।" তিনি ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ পৌরসভা ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউজিআইআইপি), এলজিইডি-এর সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ দিবসটি পালিত হয়। উপস্থিত সকলে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর