
তরুণ যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে ও মাদক কারবারীদের প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি এলাকায় মাদকের বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী।
এ সমাবেশ গুলোতে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেছে।
ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দীর্ঘদিন রাণীশংকৈল উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবে গড়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। এতে বিপথগামী হয়ে মাদকাসক্ত হয়ে উঠেছে তরুণ প্রজন্ম। ফলে বিভিন্ন পরিবারে দেখা দিয়েছে অভাব অনটন।
শিগগিরই রাণীশংকৈল উপজেলায় মাদক বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে।
আয়োজনকারীরা বলছেন, মাদকের বিস্তার এবং প্রশাসনের দূর্বল ব্যবস্থার কারণেই বাধ্য হয়ে তরুণ সমাজকে মাদক থেকে বাচাঁতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন । মাদক বিক্রি ও সেবনকারীদের সচেতন করার উদ্যোগের অংশ হিসাবে এমন কর্মসুচি নেওয়া হয়েছে।
তবে স্থানীয় সাধারণ মানুষের মতামত একটু ভিন্ন তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক তদারকি না থাকায় মাদকের বিস্তার লাভ করেছে। আর তা ঠেকাতেই সমাজের কিছু তরুণ মাদক ঠেকাতে সামাজিক কর্মসুচি হাতে নিয়ে মাদক নির্মুলের চেষ্টা করছে। এদিকে মাদকের বিস্তার ঠেকানোর প্রথম উদ্যোগ নেওয়া হয় ১১ অক্টোবর হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামের ক্লাব মোড় থেকে।
সেখানে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ন মুখ্য সম্বন্বয়ক গোলাম মর্তুজা সেলিম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী ,ওসি আরশেদুল হকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সেই এলাকা থেকেই ১৯ অক্টোবর নুর ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে এক বোতল ফেনসিডিলসহ ধরা হয়। একইভাবে হোসেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমানের ঘনিষ্ট সহচর মনির হোসেনকে দশটি ইয়াবা ট্যাবলেটসহ এলাকার তরুণ সমাজ আটক করে পুলিশে দেয়। এদিকে মাদকে বিরুদ্ধে লেহেম্বা ইউনিয়নের শালবাড়ী, উমরাডাঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সবশেষে বাচোঁর ইউনিয়নে ১৯ অক্টোবর তরুণ সমাজের আয়োজনে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব সমাবেশ আয়োজনকারী মধ্যে হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও ক্লাব মোড়ের ছাত্রনেতা জাহাঙ্গীর আলমের সাথে ২৩ অক্টোবর কথা হয় প্রতিবেদকের। তিনি জানান, প্রশাসনের দূর্বলতায় তার এলাকায় মাদকের বিস্তার লাভ করে। এতে করে তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাপিত হয়ে পড়ে। তরুণ সমাজকে রক্ষায় এবং প্রশাসনকে সচেতন ও তাদের টহল বাড়ানোর টনক নড়াতেই বিক্ষোভ মিছিল করা হয়েছে।
একইভাবে বাচোর ইউনিয়নের কাতিহার হাটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল নেতৃত্বদানকারী যুবনেতা হরুন অর রশিদ বলেন, মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তার এলাকায় যেন নিয়ন্ত্রণহীনের মতই। তাই মাদককারবারী ও অভিভাবকদের মাঝে সচেতনা বাড়াতেই এ কর্মসুচি পালন করা হয়েছে। তিনিও দাবী করেন প্রশাসনের কিছুটা দায়িত্বের অবহেলার কারণেই মাদক বিস্তার হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস বলেন, ব্যাপারটা দু:খজনক, তবে সচেতন নাগরিকদের আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা তাদের সহযোগিতা ও তথ্য নিয়েই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে চাই। যে কোন মুহূর্তে আমাদের জানালে সাথে সাথেই আমরা অভিযানে যাবো।
এছাড়াও প্রতিমাসে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান কাজ করা হচ্ছে। যদিও সেটা প্রযাপ্ত না বলেই মনে হয়। তাই তিনি সকলকে একসাথে মিলেমিশে মাদকসেবীদের আইনের আওতায় আনতে চান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর