
ঢাকাসহ দেশের ২৫ জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টার মধ্যে দেশের বেশকিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ভোলা, বরিশাল, চাঁদপুর, লক্ষীপুর, নরসিংদী, গাজীপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও এর আশেপাশের খুবই অল্প কিছু স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে।
‘এসব জেলায় মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাই এসব জেলার ৮০ থেকে ৯০ শতাংশ এলাকাও বৃষ্টিহীন থাকতে পারে। খুব ছোট ছোট মেঘ তৈরি হয়ে বৃষ্টি শুরু হয়ে একইস্থানে মেঘ নষ্ট হয়ে যাবে। তাই, মেঘের তেমন মুভমেন্ট না থাকায় বৃষ্টি খুব অল্প স্থানে সীমাবদ্ধ থাকতে পারে।’
পোস্টে আরও বলা হয়, ব্যপারটা এমন নয় যে, আগামী ২৪ ঘণ্টায় দেশের ২৫ জেলায় বৃষ্টি হবেই। এরমধ্যে অনেক জেলায় বৃষ্টি নাও হতে পারে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর