মেয়েদের বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান নয়, ঘুমকাতুরে মেয়েদের জাগাতে পুরো একটা ব্যান্ড দলকে ভাড়া করেছে মা। অবিশ্বাস্য হলেও সত্য এই ঘটনাটি ঘটেছে ভারতে।
ইতোমধ্যে সৃজনশীল সেই মায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে বলছে, ‘মাদার অব দ্য ইয়ার’, আবার কেউ হাসতে হাসতে কুপোকাত।
শুরুতে ভিডিওটিকে সাধারণ কোনো ভিডিওই মনে হবে। ভিডিওতে দেখা যায়, দুইজন বাদ্যযন্ত্রবাদক, একজনের হাতে ট্রাম্পেট আরেকজনের হাতে ঢোল, ঘরে ঢুকছেন। তারা ঘরে ঢুকেই জোরে বাজাতে শুরু করেন ‘শ্রী রাম জানকি ব্যায়ঠে হ্যায়’ ভজনটি। হঠাৎ বাজনার শব্দে চমকে উঠে মেয়েরা প্রথমে কম্বল থেকে মুখ বার করে আবার লুকিয়ে পড়ে, যেন এই সঙ্গীতময় অ্যালার্মে ঘুম ভাঙলে রক্ষা নেই!
ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর এক মেয়ে অবশেষে মাথা তোলে আর অবাক হয়ে বলে, ‘এটা কী হচ্ছে এখানে?’
খবর জানা যায়, মেয়েরা নাকি প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠছিল। তাই মা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে এক দারুণ মজার ও নাটকীয় পরিকল্পনা করেন — তিনি সত্যি সত্যিই বাড়িতে একটি ব্যান্ড ডেকে আনেন।
একজন মন্তব্য করেছেন, ‘মা তো একদম ডেঞ্জারাস।’
একজন ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ‘আধুনিক সমস্যা, আধুনিক সমাধান।’ কেউ আবার নস্টালজিয়ায় ভেসে লিখেছেন, ‘আমাদের সময় তো ঠান্ডা পানিই ঢেলে দেওয়া হতো!’ আরেকজনের মজার মন্তব্য, ‘আমার মা শুধু পাখা বন্ধ করে দিতেন।’
ভিডিওটি এখন ভাইরাল হিট। ভালোবাসা, নাটক আর হাসির দারুণ মিশ্রণে ভরা এই দৃশ্য সবাইকে মাতিয়ে তুলেছে। কেউ এটাকে কঠোর ভালোবাসা বলছেন, কেউ আবার নিছক কমেডি। তবে একটা বিষয় নিশ্চিত—এই মা জানেন, কীভাবে ঘুমকাতুরে সন্তানদের জাগাতে হয়!
ভিডিওটি বিনোদনমূলক হলেও ঘটনার সত্যতা যাচাই করা যায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর