বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর শুরু হবে ডিসেম্বর। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা।
বিসিবির এক পরিচালক জানিয়েছেন, এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য থাকছে বেশ কিছু সুবিধা।
তিনি জানান, ‘বিপিএলে ৫-৬টা দল থাকবে। টিভি রাইটস এবং টিকিট বিক্রি থেকে ৩০ শতাংশ লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিকে দেবে বিসিবি। ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাড টাইমের ৩০ শতাংশ অ্যাড দিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। দুই ফ্র্যাঞ্চাইজি ১৫-১৫ মিনিট করে পাবে, তাদের নিজস্ব অথবা স্পন্সরের অ্যাড।’
টিভি রাইটস এবং টিকিট বিক্রি থেকে ৩০ শতাংশ লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিকে দেবে বিসিবি। ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাড টাইমের ৩০ শতাংশ অ্যাড দিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। দুই ফ্র্যাঞ্চাইজি ১৫-১৫ মিনিট করে পাবে, তাদের নিজস্ব অথবা স্পন্সরের অ্যাড।
তিনি আরও জানান, ‘এক্সটেনশন অব ইন্টারেস্টের সঙ্গে দুই কোটি টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এরপর আলোচনার পর যারা ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য নির্ধারিত হবেন তাদেরকে টেম্পোরারিলি সিলেক্ট করা হবে। পরবর্তী ৩ দিনের মধ্যে তাদের ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর