ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের প্রশ্ন ও উদ্বেগ কাজ করে। এর মধ্যে একটি সাধারণ প্রশ্ন হলো, ত্বকের কোনো সংক্রমণ থাকা অবস্থায় কি টিকা বা ভ্যাকসিন নেওয়া নিরাপদ? অনেকেই জানতে চান, স্ক্যাবিস বা খোসপাঁচড়া থাকলে টাইফয়েডের মতো জরুরি ভ্যাকসিন নেওয়া যাবে কিনা। উত্তরটি হলো- হ্যাঁ, স্ক্যাবিস থাকলেও টাইফয়েড ভ্যাকসিন নেওয়া যায়, তবে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
*কখন স্ক্যাবিস থাকলেও টাইফয়েড ভ্যাকসিন দেওয়া যাবে?* যদি রোগীর শরীরে জ্বর না থাকে। ত্বকে যদি গভীর বা পুঁজযুক্ত কোনো সেকেন্ডারি ইনফেকশন (secondary infection) না থাকে। যে স্থানে ইনজেকশন দেওয়া হবে (সাধারণত বাহুতে), সেখানে যদি স্ক্যাবিসের কারণে তৈরি হওয়া কোনো ঘা, ক্ষত বা র্যাশ না থাকে।
*এর পেছনের কারণ কী?* স্ক্যাবিস হলো ত্বকের একটি পরজীবীজনিত রোগ, যা ‘সারকপটিস স্ক্যাবি’ নামক মাইট (mite) দ্বারা সৃষ্ট হয়। এটি ত্বকের উপরিভাগে সংক্রমণ ঘটায় এবং সাধারণত শরীরের সার্বিক প্রতিরোধ ক্ষমতার (immune system) ওপর এমন কোনো বড় প্রভাব ফেলে না, যার কারণে ভ্যাকসিন বা টিকার কার্যকারিতা কমে যেতে পারে বা কোনো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। টাইফয়েড ভ্যাকসিন আমাদের শরীরকে সালমোনেলা টাইফি (Salmonella Typhi) ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। স্ক্যাবিসের মতো একটি সাধারণ চর্মরোগ এই প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করে না।
*কখন ভ্যাকসিন বিলম্বিত করা উচিত?* কেবলমাত্র কিছু বিশেষ ক্ষেত্রেই ভ্যাকসিন দেওয়া থেকে বিরত থাকার বা কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়। যেমন: যদি রোগীর উচ্চমাত্রার জ্বর থাকে। স্ক্যাবিসের সংক্রমণ যদি খুব মারাত্মক পর্যায়ে চলে যায় এবং পুরো শরীরে ছড়িয়ে পড়ে গভীর ইনফেকশন তৈরি করে। যদি স্ক্যাবিসের চিকিৎসার জন্য রোগী স্টেরয়েড বা উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকের মতো কোনো ওষুধ গ্রহণ করে থাকেন।
*চূড়ান্ত পরামর্শ* স্ক্যাবিস থাকলেও টাইফয়েড ভ্যাকসিন গ্রহণ করা সম্পূর্ণ নিরাপদ, যদি রোগী জ্বরমুক্ত থাকে এবং ত্বকের সংক্রমণ বা স্ক্যাবিসের প্রকোপ খুব বেশি মারাত্মক না হয়। তবে, যেকোনো টিকা নেওয়ার আগে অবশ্যই কর্তব্যরত চিকিৎসককে আপনার বর্তমান শারীরিক অবস্থা এবং ত্বকের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানানো উচিত। তিনিই আপনার জন্য সবচেয়ে সঠিক এবং নিরাপদ সিদ্ধান্তটি নিতে পারবেন।
*লেখক:* ডা. সায়মা আহমেদ রেমি চর্ম, এলার্জি ও সেক্স বিশেষজ্ঞ, লেজার ও কসমেটিক সার্জন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর