২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টিকিট বিক্রির দ্বিতীয় ধাপ শুরু করেছে ফিফা। সোমবার (২৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এই ধাপে সংস্থা আরও ১০ লাখ টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করেছে।
এই ধাপে অংশ নেওয়া যাবে আগামী শুক্রবার সকাল ১১টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত। ফিফা জানিয়েছে, এবার তিন আয়োজক দেশ — মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো — এর বাসিন্দাদের জন্য বিশেষ “ডোমেস্টিক এক্সক্লুসিভিটি টাইম স্লট” বা দেশভিত্তিক অগ্রাধিকার সময় নির্ধারণ করা হয়েছে।
এই সময়ের মধ্যে যেসব স্থানীয় সমর্থকের নাম ড্রয়ে উঠবে, তারা নিজেদের দেশে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিট কেনার সুযোগ পাবেন।
ফিফার টুর্নামেন্ট প্রধান নির্বাহী হেইমো শিরগি বলেন,“বিশ্বের নানা প্রান্ত থেকে অভূতপূর্ব আগ্রহ আমরা পাচ্ছি। এই দ্বিতীয় ধাপে স্থানীয় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে, একইসঙ্গে সবার জন্য সমান সুযোগও থাকছে।”
প্রথম ধাপে সবচেয়ে বেশি টিকিট কিনেছেন আয়োজক তিন দেশের মানুষ। এরপর টিকিট ক্রয়ের দিক থেকে শীর্ষ ১০–এ রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
ফিফার ঘোষণা অনুযায়ী, লটারির মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারা আগামী ১২ থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট সময়সীমায় টিকিট কিনতে পারবেন। এরপর ১৭ নভেম্বর থেকে অন্য দেশগুলোর ভক্তদের জন্য নতুন স্লট উন্মুক্ত করা হবে।
ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, ১৯ জুলাই ২০২৬ তারিখে। এই টুর্নামেন্টে মোট ১৬টি ভেন্যুতে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দর্শকদের জন্য থাকবে প্রায় ৭১ লাখ আসন।
টিকিটের দাম ও বিক্রির অনিশ্চয়তা
ফিফার তথ্য অনুযায়ী, সর্বনিম্ন টিকিটের দাম ৬০ ডলার, তবে অনেক ম্যাচে মূল্য কয়েকগুণ বেশি। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র দলের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ৫৬০ থেকে ২,৭৩৫ ডলার, আর পুনর্বিক্রয় বাজারে সেই টিকিটের দাম ৬০ হাজার ডলার পর্যন্ত উঠেছে।
তবে টিকিটের দাম এবার ‘ডায়নামিক প্রাইসিং’ মডেলে নির্ধারিত হবে, অর্থাৎ চাহিদার ওপর ভিত্তি করে দাম ওঠানামা করবে।
ভিসা ও প্রবেশসংক্রান্ত অনিশ্চয়তা
যদিও টিকিট বিক্রি জমজমাট, তবু যুক্তরাষ্ট্রের কড়া ইমিগ্রেশন নীতির কারণে বিদেশি দর্শকদের ভিসা পাওয়া নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রে আয়োজিত কিছু আন্তর্জাতিক ম্যাচের বিক্রিতেও।
সূত্র: আল জাজিরা, রয়টার্স, ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
সাজু/নিএ
সর্বশেষ খবর