বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রৌমারী উপজেলা যুবদলের উদ্যোগে সকালে এক র্যালী বের হয়ে রৌমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রৌমারী উপজেলা হলরুমের সামনে গিয়ে শেষ হয়। পরে রৌমারী উপজেলা হলরুমের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করে রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক ও রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,বিশেষ অতিথি রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু। এসময় আরো উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব রাজু আহমেদ, যুগ্ন আহবায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, যুগ্ন আহবায়ক কাইয়ুম আকন্দসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সামনের সারিতে থেকেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের তরুণ সমাজ আজ বেকারত্ব, মাদক ও হতাশায় জর্জরিত। সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বৈরাচারী নীতির কারণে যুবসমাজ দিশাহারা হয়ে পড়েছে। এ অবস্থায় যুবদলই পারে তরুণদের সংগঠিত করে নতুন নেতৃত্ব গড়ে তুলতে এবং গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে।
আলোচনা সভার সঞ্চালনা করে রৌমারি উপজেলা যুবদলের সচিব মশিউর রহমান পলাশ।
আলোচনা সভা শেষে বড়াইকান্দি এম আর উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর