ফেনী জেলার ফেনী সদর থানাধীন ধর্মপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে শুল্কফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ফেনী সদর থানার ধর্মপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মোঃ অহিদুল মুন্সির বসতবাড়ির পিছনের ফাঁকা স্থানে শুল্কফাঁকি দিয়ে আনা ভারতীয় কাপড় ও ঔষধ মজুদ করা হয়েছে। তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১২টা ৪০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় ৫টি সাদা প্লাস্টিকের বস্তা ও ১২টি খাকি রঙের কার্টুন উদ্ধার করা হয়। বস্তাগুলোতে পাওয়া যায় ৩০২টি ভারতীয় শাড়ি ও ২৪৮টি ভারতীয় জিন্স প্যান্ট। এছাড়া কার্টুনগুলোতে পাওয়া যায় ২,১৮৪ পিস ভারতীয় Clop-G Cream নামের ওষুধ।
র্যাব জানায়, উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। শুল্কফাঁকি দিয়ে আমদানিকৃত পণ্য হওয়ায় উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর