ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজকে ধর্ম অবমাননার অভিযোগে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিভাগের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন যে আবরার ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর, অশালীন ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এসব মন্তব্য ধর্মপ্রাণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। অভিযোগের ভিত্তিতে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রক্টর দফতর একটি তিন সদস্যবিশিষ্ট তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। কমিটির তদন্ত ও প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এবং উপাচার্যের অনুমোদনক্রমে আবরার ফাইয়াজকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাজু/নিএ
সর্বশেষ খবর