কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বুড়িচং উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি মোঃ কামরুল হাসান, কুমিল্লা জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, বুড়িচং উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, হাজী ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রুহুল আমিন, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন এবং গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন।
এছাড়াও বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মুসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম জাবিরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বুড়িচং উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর