ভারতের সোনার বাজারে টানা তিন সপ্তাহের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর বড় ধরনের সংশোধন দেখা গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রথমবারের মতো প্রতি ১০ গ্রাম সোনার দাম নেমে এসেছে ১ লক্ষ ২০ হাজার রুপির নিচে। ইকোনমিক টাইমস জানায়, খুচরা বাজারে প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে প্রায় ₹১,১৯,১৬৪ রুপিতে (৩ % জিএসটি বাদে)।
এই দামপতনের পর সোনার দাম দীপাবলির সময়ের সর্বোচ্চ স্তর থেকে প্রায় ৯ % কমেছে। ওই সময় (১৮ অক্টোবর) প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ₹১,৩০,৮৭৪ রুপিতে।
বিশ্লেষকরা বলছেন, মূল চালিকাগুলো হলো– মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় সম্ভাব্য চুক্তির কাঠামোর দিকে অগ্রগতি, যা সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা কমিয়েছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক সাইফ-হেভেন (safe-haven) চাহিদার হ্রাসও এতে ভূমিকা রাখছে।
বাজারে চার্ট বিশ্লেষণ অনুযায়ী, এখন সোনার জন্য সমর্থন (support) স্তর রয়েছে প্রায় ₹১,১৮,৮০০-১,২০,০০০ রুপিতে, আর প্রতিহিংসার (resistance) স্তর ধরা হয়েছে প্রায় ₹১,২১,৭৪০-১,২২,৬৫০ রুপিতে।
অপরদিকে, এই দরপতনের কারণে একদিকে ‘ডিপ ধরে কিনে থাকা’ সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে বাজারে আরও বড় পতনের আশঙ্কাও রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর