 
          
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মত স্টারলিংকের ইন্টারনেট চালু হয়েছে। স্যার সলিমুল্লাহ মুসলিম হলে এ স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু হয়েছে। হল সংসদের সমাজসেবা সম্পাদক ও ছাত্রদলের আহবায়ক সদস্য মোজাম্মেল হক।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হল হিসেবে স্যার সলিমুল্লাহ মুসলিম হলে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা হয়। স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের আহবায়ক সদস্য ও সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হক তার ডাকসু নির্বাচনী ইশতেহারে এই সেবা চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, গবেষণা ও পড়াশোনার সুবিধার কথা ভেবে এই সেবা চালু করা হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে হলকে স্মার্ট পরিবেশে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।
এদিকে হলের শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেটের কারণে তারা নানা সমস্যার মুখে পড়তেন। নতুন এই সেবা চালুর ফলে এখন তারা নিরবচ্ছিন্নভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন।
এর আগে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্টারলিংকের ইন্টারনেট চালু হয়েছে। ‘ভয়েস অব স্টুডেন্টস’-এর সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুলতানুল আরেফিনের উদ্যোগে এটি বাস্তবায়ন করা হয়।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  ক্যাম্পাস এর সর্বশেষ খবর