চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী এলাকায় মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধযান (লাটাহাম্বার) এর মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা-মেয়ে আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের খুদিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকতার আলী (৪০) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছিলেন।
আহতরা হলেন- একই উপজেলার ছতিয়া ইউনিয়নের ঈয়ারী গ্রামের জয়নালের স্ত্রী সাগরি খাতুন (৩০) ও তাদের মেয়ে জামিলা খাতুন (১১)।
আহত জামিলার বাবা জয়নাল জানান, দুটি মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে ঝিনাইদহের মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। পথে খুদিয়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচুলিভর্তি লাটাহাম্বারের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আমার স্ত্রী দুর্ঘটনার দৃশ্য দেখতে গিয়ে মেয়েসহ পড়ে গিয়ে আহত হয়। স্থানীয়রা আমাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, দুর্ঘটনায় আহত ইকতার হোসেনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহতদের মধ্যে শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লাটাহাম্বার জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর