লামায়,অবৈধ বালু উত্তোলনের অপরাধে একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও স্কেভেটর জব্দ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মালুম্যা, বগাইছড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লামা উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমদ। অভিযানকালে একটি সবুজ রংয়ের মিকসুবিশি স্কেভেটর নদীর পাশের মাটি কর্তন করা অবস্থায় পাওয়া যায়৷
এসময় সেখানে মোঃ কামাল উদ্দিন নামক ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি স্কেভেটর দিয়ে নদীর প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশংকা থাকে এমন জায়গা থেকে মাটি কর্তনের অভিযোগ স্বীকার করায় তাকে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমদ জানান, আসামী মোঃ কামাল উদ্দিন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়৷ এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর