গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ আদিবাসী। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ উপলক্ষ্যে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নৌলাপাড়ার জেসন গেইট এলাকায় কেন্দ্রীয় বিএনপি'র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু'র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল দিয়ে শতাধিক কোচ পরিবারকে বিএনপিতে স্বাগত জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার পরে ক্ষুদ্র জনগোষ্ঠীর উপর আওয়ামী ফ্যাসিবাদরাই কিন্তু নির্যাতন করেছে। আপনারা বিএনপিকে নিরাপদ দল মনে করবেন। আগামী সরকার যদি বিএনপি গঠন করে তাহলে বিএনপি সরকারই হবে আপনাদের জন্য নিরাপদ। বিএনপি এমন একটি দল যেখানে দলে সবাই থাকতে পারে। হিন্দু থাকতে পারে, মুসলমান থাকতে পারে, খ্রিষ্টান থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে। ধর্ম,বর্ন নির্বিশেষে সবাই থাকতে পারে। সবাই আমরা বাংলাদেশী, সবার নিরাপদ আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই, একটি মানবিক বাংলাদেশ আমরা চাই। যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, গণতন্ত্র থাকবে। মানুষের সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রূপচান বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি'র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী, ফজলুল হক মুসল্লী, অবিনেষ চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র বর্মন, সুভাস চন্দ্র বর্মন, সম্মিলিত আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দিপক কোচ প্রমুখ।
আদিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। আগামীর নেতা তারেক রহমানও আপনাদের জন্য কাজ করতে প্রতিশ্রুতি দিয়েছেন। তারেক রহমান ঘোষিত ৩১দফার মাঝেও দাবিদাওয়া গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অতীতে আপনাদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে। যারা ভূমিহীন আছে, ঘরবাড়ি নাই, থাকার জায়গা নাই এসব কারণে দেখিয়ে বিভিন্ন জায়গাতে সরকারী জমি উচ্ছেদের নামেও আপনাদের নির্যাতন করা হয়েছে। সরকারি জমি দখল করে বহু রিসোর্ট ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। সেখানে উচ্ছেদ করতে পারেনা, কিন্তু একজন আদিবাসী ভূমিহীনদের বাড়ি ভেঙে দেয়। তারা এদেশের নাগরিক, তারা কোথায় যাবে?
তিনি আরো বলেন, গত ১৫বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে আজকে দেশের আইনশৃঙ্খলা নিয়মনীতি ভূলষ্ঠিত হয়েছে। আজকে যারা দায়িত্বে আছেন তারা এসি রুমে বড় হয়েছেন, গ্রামে আমাদের মত বড় হন নাই। তারাই আজকে দরিদ্র, ভূমিহীনদের সমস্যা গুলো তারা বুঝে না। না বুঝার কারণে তারা দরিদ্র জনগোষ্ঠী আদিবাসী জনগোষ্ঠীর উপর তারা অত্যাচার করে।
এ অত্যাচার আমরা মেনে নিবো না। নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, রাজনৈতিক সরকার আপনাদের ভোটের সরকার যদি ক্ষমতায় আসে, জাতীয়তাবাদীর সরকার যদি ক্ষমতায় আসে তাহলেই আপনাদের সমস্যার সমাধান হবে। আওয়ামী ফ্যাসিবাদরাই কিন্তু আদিবাসীদের নির্যাতন করেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর