কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ডা. নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব শিক্ষা উপকারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের এমপি প্রার্থী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ কুমিল্লা জেলার আহবায়ক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ময়নামতি মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম শাহীন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ছাদেক ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান আখন্দ এবং পরিচালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. খাজা মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ কামাল হোসেন, সহকারী শিক্ষক মোঃ ইয়াছিন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ খোরশেদ আলম, হেপি পিপলসের অর্গানাইজেশনের সভাপতি মোঃ জালাল উদ্দীন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মেম্বার, আজাদ,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক তানজিবুর রহমান শুভ্র।
আরও বক্তব্য রাখেন ডা. মোঃ মোস্তফা শাহীন, ফাউন্ডেশনের সহসভাপতি আলী আশ্রাফ, সংগঠনের সদস্য আজাদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ সাজিদুর রহমান, সংগঠনের সদস্য যথাক্রমে মোঃ রাসেল, রাশেদ আকরাম, নিশাদ চৌধুরী, জামাল খান, মোঃ রিপন, নুরুল ইসলাম ও জামাল হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডা. নজরুল ইসলাম ও প্রধান মেহমান কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষা খাতের ইনভেষ্টমেণ্ট হল সবচেয়ে বড় ইনভেষ্টমেণ্ট। শিক্ষা খাত উন্নত হলে আমাদের সকল ক্ষেত্রে উন্নত হবে। শিক্ষা ছাড়া পৃথিবীর কোন জাতী উন্নয়ন ঘটাতে পারে না। তিনি আরও বলেন দেশ বাঁচাতে হলে শিক্ষার্থীদের কে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। আগামী প্রজন্ম কে বাঁচাতে হলে মাদক প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর