ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন নিয়ে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে। গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর সমর্থকরা। সোমবার রাত ৮টার পর থেকে গৌরীপুর পৌর শহরে হাজারো নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। এ সময় বিএনপি নেতা হিরণের সহধর্মিণী সায়েদা মাশরুর মিছিলে উপস্থিত থেকে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, "আমার স্বামী দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে নির্যাতন-নিপীড়ন সহ্য করছেন। আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে, আমার ভাই এখনো জেলে। এমন পরিস্থিতিতেও তাঁকে মনোনয়ন না দেওয়া আমাদের জন্য বড় আঘাত।" সায়েদা মাশরুরের কান্না ও আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেক সমর্থককেও কাঁদতে দেখা যায়। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে ঘোষণা দেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
দলীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী পরিবর্তন নিয়ে বিএনপির ভেতরে তৃণমূল পর্যায়ে ক্ষোভ দেখা দিয়েছে, যা দলের অভ্যন্তরীণ সমন্বয়ে প্রভাব ফেলতে পারে।
 সর্বশেষ খবর