ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে গণজমায়েত ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার(৪ নভেম্বর) বিকাল ৩ টায় চরশৌলমারী ইউনিয়নের গেন্দার আলগা ও ঘুঘুমারী স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মহিউদ্দিন মহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নদী গবেষক ও মহাপরিচালক রিভার ইন পিপল শেখ রোকন, বিশেষ অতিথি অধ্যাপক বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ, ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খাইরুল ইসলাম পলাশ, রংপুর থেকে আমন্ত্রিত আনিসুল ইসলাম মন্ডল সহ প্রমুখ।
এই কর্মসূচিতে এলাকাবাসী ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ, স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। সমন্বিত নদী ব্যবস্থাপনা এবং বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার উপর জোর দিয়েছেন, কারণ শুধুমাত্র অস্থায়ী ব্যবস্থা (যেমন জিওব্যাগ) ভাঙন রোধে যথেষ্ট নয়। স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
সর্বশেষ খবর