ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধর ও মোবাইল রিসেটের ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের (এক বছর) জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় অন্য নয় অভিযুক্ত শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আফসানা পারভীন তিনা, নাহিদ হাসান এবং রিয়াদ মোর্শেদ। এছাড়া, অভিযুক্ত অন্য শিক্ষার্থীরা হলেন, একই বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্নাকে সতর্ক করা হয়েছে।
জানা যায়, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন খেলায় মারামারিতে জড়ায় বিভাগটির সিনিয়র ও জুনিয়ররা। এসময় মারামারির ভিডিও করতে গেলে তিন ক্যাম্পাস সাংবাদিককে মারধর করে বিভাগটির শিক্ষার্থীরা। মারধরকালে ভুক্তভোগী এক সাংবাদিকের ফোন ছিনিয়ে নেওয়া হয়। ফোনটি ২২ ঘণ্টা পর উদ্ধার করে প্রক্টরিয়াল বডি। তবে রিসেট দিয়ে ফোনের সকল ডকুমেন্টস মুছে ফেলে অভিযুক্তরা। এছাড়া সাংবাদিকদের মারধরের বিষয়টিকে ধামাচাপা দিতে নতুন ইস্যু তৈরির চেষ্টা করে অভিযুক্ত শিক্ষার্থীরা। এমনকি বিভাগের জুনিয়রদের দিয়ে জোরপূর্বক প্রক্টর বরাবর সাংবাদিকদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনার’ মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়। যা পরবর্তীতে অভিযোগপত্র জমা দেওয়া শিক্ষার্থীরা স্বীকার করে প্রত্যাহার করে নেন। এ ঘটনার তদন্তে গত ১৪ জুলাই পাঁচ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে সর্বশেষ সিন্ডিকেটে অভিযুক্তদের বিষয়ে উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় সাংবাদিক আরিফের মোবাইল কেড়ে নেওয়া এবং মারধরের উস্কানি দেওয়ায় আফসানা পারভীন তিনাকে, সাংবাদিক রবিউলকে তলপেটে লাথি মারা, সাংবাদিক আরিফ বিল্লাহ এর মোবাইল রিসেট করে মেডিকেল সেন্টারে ফেলে রাখা এবং প্রক্টর বরাবর মিথ্যা অভিযোগ দায়ের করার ঘটনায় নাহিদ হাসানকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। এছাড়া, প্রক্টর বরাবর মিথ্যা অভিযোগ দায়ের এবং ঘটনা ত্বরান্বিত করতে নাহিদকে সহায়তা করার জন্য রিয়াজ মোর্শেদকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। অপরদিকে, এ ঘটনার পরোক্ষে ভূমিকা রাখায় অন্য নয় অভিযুক্তকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এসব কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য বলা হয়েছে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর