খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্গম এলাকার অসহায়, হতদরিদ্র ও চিকিৎসা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন এর আয়োজন করে।
এতে প্রায় ২৭০ জন পাহাড়ি-বাঙ্গলি রোগীকে চিকিৎসাসেবা প্রদান শেষে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) এর নেতৃত্বে উক্ত মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা এমন মানবিক কার্যক্রমের জন্য সিন্দুকছড়ি সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও এমন মানবিক কার্যক্রম অব্যহত রাখতে সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর