কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি'র দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুসের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের সমর্থকরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়ার টাটেরা এলাকায় কুমিল্লা-মীরপুর সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এসময় ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’— এ স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা কুমিল্লা-৫ আসনের ঘোষিত মনোনয়ন বাতিল করে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে দলীয় প্রার্থী হিসেবে পুনর্নাম ঘোষণার দাবি জানান। বিক্ষোভের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
একইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকাতেও ব্যারিস্টার মামুনের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, এনায়েত করিম ভূঁইয়া, হাসান ভূঁইয়া, মাহাবুব রহমান ভূঁইয়া দিদার, আবু ইউসুফ বাবুল, আকরামুল ইসলাম, মতিউর রহমান সেলিম, মানিক মিয়া ডিলার, জয়নাল হাজারী, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, নাজমুল হাসান ভূঁইয়া, রাসেল মিয়া, ইসরাফিল, ইমন মিয়া, আলী আক্কাস, খালিল মিয়াসহ অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর