চলতি বছরের ১৯ ডিসেম্বর পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে মাঠে গড়াতে পারে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম কী হবে সেটিও আজ নিশ্চিত করেছে বিসিবি।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে। এবারও রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস থাকছে আগের নামেই। তবে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা হয়েছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আগেই জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা শেষে কয়েক দিনের মধ্যেই বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
এর আগে, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত সভায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা নির্ধারণ করা হয়। সেখানে—
বিপিএলের চূড়ান্ত পাঁচ দলের নাম:
১. রংপুর রাইডার্স
২. ঢাকা ক্যাপিটালস
৩. সিলেট টাইটান্স
৪. রাজশাহী ওয়ারিয়র্স
৫. চিটাগং রয়েলস
বিসিবি সূত্রে জানা গেছে, মালিকানা বদল হলেও কোনো দলের নাম পরিবর্তনের সুযোগ থাকবে না। তবে নতুন মালিকদের অধীনে দলগুলোর পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে গভর্নিং কাউন্সিল।
চলতি আসরেও তারকাখচিত দল ও জমজমাট প্রতিযোগিতা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর