বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক তারকা পেসার জাহানারা আলম আবারও আলোচনায়। কিছুদিন আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে সতীর্থদের মারধরের অভিযোগ এনে আলোড়ন তুলেছিলেন তিনি। এবার আরও গুরুতর অভিযোগ তুলেছেন বিসিবির সাবেক নারী দলের ম্যানেজার ও বর্তমান নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, নারী দলের দায়িত্বে থাকা অবস্থায় মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেন। জাহানারার ভাষায়, উনি আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে, তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকব, চলে আসিস।
জাহানারা জানান, এই ঘটনার পর তিনি বারবার বিসিবির কাছে অভিযোগ করেছেন, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে (শফিউল আলম চৌধুরী নাদেল) জানিয়েছি। এক-দু’দিন ঠিক থাকত, তারপর আবার আগের অবস্থায় ফিরে যেত, বলেন জাহানারা।
অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জু কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই জাহানারার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ কেউ দাবি তুলেছেন বিসিবির উচিত এ বিষয়ে স্বচ্ছ তদন্ত ও পদক্ষেপ গ্রহণ করা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর