বগুড়ার শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শেরপুর (বগুড়া): ঐতিহ্যবাহী 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর বিএনপি পৃথক পৃথক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। শুক্রবার (৭ নভেম্বর ) বিকেল ৫টায় অনুষ্ঠিত এই র্যালীতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ উপজেলা বিএনপির র্যালীর নেতৃত্ব দেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও সকলকে একত্রে হয়ে আগামী নির্বাচে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহব্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, এ সময় বিএনপি নেতা মাহবুবুর রহমান, আব্দুল মমিন, মামুনুর রশিদ আপেল, মাহবুবুল আলম হিরু, মোস্তাফিজার রহমান নিলু, তৌহিদুজ্জামান পলাশ, কায়কোবাদ, বিপ্লব হোসেন, মোস্তাক আহমেদ, এছাড়াও, যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, শাহবুল করিম, মাসুদ, স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক শাহ কাউছার মো: কলিন্স, হাফিজুল আসিফ শাওন প্রমুখ।
অন্যদিকে পৌর বিএনপিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ র্যালীতে অংশ নিয়ে দিবসটি উদযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, বিএনপি নেতা শাহ আলম পান্না, যুবদল নেতা আবু রায়হান, আরিফুর রহমান, শামিম প্রমুখ। নেতাকর্মীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁরা আরও ঐক্যবদ্ধ হবেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি পথসভার মাধ্যমে শেষ হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর