জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে বলেছেন, বাংলাদেশ ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগকে বিসিবি গুরুত্বসহকারে দেখবে, যাতে সমস্যা যথাযথভাবে সমাধান হয়।
তিনি আশা প্রকাশ করেন, বিসিবির গঠিত তদন্ত কমিটি সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
মাশরাফি আরও উল্লেখ করেন, এই ধরনের পদক্ষেপ ক্রীড়াঙ্গনকে নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে, যাতে খেলোয়াড় এবং অন্যান্য অংশগ্রহণকারীরা ভয়ে বা চাপের মধ্যে না থাকে। তিনি সকলের প্রতি আহ্বান জানান, বাংলাদেশের ক্রীড়াঙ্গন সবার জন্য নিরাপদ হোক।
সাজু/নিএ
সর্বশেষ খবর