সুনামগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, "সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে সুনামগঞ্জ-৩ আসন মা বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই।
আমি বিএনপির আগেও কর্মী ছিলাম, আপনাদের সহযোদ্ধা ছিলাম আর আগামী দিনগুলোতে আপনাদের কর্মী হয়ে থাকতে চাই।"
শনিবার পাগলা বাজারে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "আপনাদের হাতেই সেই দায়িত্ব তুলে দিলাম কারণ তারেক রহমান আপনাদের জন্যই আমাকে মনোনীত করেছেন। তাই আপনাদের দায়িত্ব অনেক।"
কয়ছর এম আহমদ আরও বলেন, "দীর্ঘ ত্রিশ বছর পর সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির একজন কর্মীকে মনোনয়ন দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান। এখন আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। আমি ও এই আসনের সকল বিএনপির কর্মী-সমর্থকেরা তাঁর কাছে কৃতজ্ঞ। আপনারাই আমার শক্তি, সাহস, প্রেরণা।"
তিনি জোটের প্রার্থীর জন্য বিগত দিনের মতো এবারও দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে। সব শ্রেণির মানুষের কাছে মা খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা পৌঁছাতে হবে।"
সংহতি দিবস উপলক্ষে তিনি বলেন, "১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতা ঘোষণা দিয়েই তিনি থেমে যাননি, রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশ দিয়ে গেছেন। এরপর তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য একটি দল গঠন করার উপলব্ধি করেন, এবং সেই দলই হচ্ছে বিএনপি।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ। এসময় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর