স্পেশাল অলিম্পিক সাউথ-ইস্ট এশিয়া ফুটবল কম্পিটিশন-২০২৫ এ অংশ নিতে ইন্দোনেশিয়ায় যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী নিলয় বিশ্বাস।
নড়াইল জেলার ছেলে নিলয় যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়া ফুটবল কম্পিটিশন-২০২৫ এ অংশ নিতে সোমবার (৯ নভেম্বর) রাত একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করবে নিলয় বিশ্বাস।
স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণের অনুভূতি জানিয়ে নিলয় বিশ্বাস বলেন, দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ পাওয়া আমার জীবনের এক বিশাল স্বপ্নপূরণ। এ অর্জন শুধু আমার একার নয়—এটি আমার পরিবার, বিশ্ববিদ্যালয় এবং পুরো দেশের গৌরব। আমি বিশ্বাস করি, এই সাফল্য আমাকে আরও বড় লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা যোগাবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনতে উদ্বুদ্ধ করবে। এছাড়া একদিন বাংলাদেশের দক্ষ কোচ হিসেবে নিজেকে দেখতে চাই।
উল্লেখ্য, যবিপ্রবি শিক্ষার্থী পূর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের ন্যাশনাল ক্যাম্পে অংশ নেন। পরবর্তীতে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস আবুধাবি, দুবাই ২০১৯-এ ব্রোঞ্জ পদক অর্জন করেন। একই বছর স্পেশাল অলিম্পিক ইন্টারন্যাশনাল ফুটবল কম্পিটিশন চেন্নাই, ভারত-২০১৯ এ ব্রোঞ্জ পদক লাভ করেন। স্পেশাল অলিম্পিক ভার্চুয়াল ফুটবল কম্পিটিশন থাইল্যান্ড-২০২২ এ স্বর্ণপদক এবং স্পেশাল অলিম্পিক সাউথ এশিয়া ফুটবল কম্পিটিশন ২০২৪-এ রৌপ্যপদক অর্জন করেন।
এছাড়া নিলয় এ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে গ্রাসরুটস সার্টিফিকেট অর্জন করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর