রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালা চুড়ান্ত হলে সংলাপে সময়সূটি নির্ধারণ করা হবে।
রোববার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।
দলগুলোর সঙ্গে সংলাপ কখন হবে এমন প্রশ্নে জবাবে ইসি সচিব বলেন, সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, যে আচরণ বিধিমালাটা… প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গ্যাজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব।
আম জনতার দলের নিবন্ধনের জন্য দাবিতে দলটির সদস্য সচিব অনশনে রয়েছেন- এ বিষয় সামনে আনলে তিনি বলেন, আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার, আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা আপিল করলে করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। অপিল বা সংশোধনী বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা। তো সেটা নিশ্চয়ই ওনারা বিবেচনায় নেবেন এবং এই আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরার দিকে নিয়ে যাবেন।
আপিল কোথায় করবে-জানতে চাইলে তিনি বলেন, আপিল করবে কমিশনে বা বিষয়ে যেটা আছে যে সচিবালয়ে এটা করার কথা। কেননা চিঠিপত্র তো সচিবালয় থেকে যায়। সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদি ওরা করতে চান।
কয়দিনের মধ্যে আপিল করতে হবে- জানতে চাইলে ইসি সচিব বলেন, আপিলের জন্য তো কোন সময় আমি বলছি না। আপনি এখনো করতে পারেন। আগামীকালও করতে পারেন। আপিল করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত।
আরপিও ৯০ ধারা অনুযায়ী নিবন্ধন আবেদন বাতিল হয়ে থাকলে পুনরায় ইসির কাছে আপিল করা আইনে ক্যাভার করে কিনা- জানতে চাইলল তিনি বলেন,
আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে আপিল করতে তো কোন অসুবিধা নেই। এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি, আইনের সাথে সম্পর্কিত করার কোন কিছু নেই। একটা না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং কিছু কিছু জায়গায় উনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয় ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা আবেদন করতেই পারেন, আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নিবেন কি নিবেন না সেটা হলো পরের ব্যাপার।
তিনি বলেন, আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি সেটাই আমার বক্তব্য।
ইতিমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর