আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আলহাজ্ব মোশারফ হোসেন ধানের শীষের মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী যুদ্ধে নতুন মাত্রা যোগ হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন নেতাকর্মীদের নিয়ে ১নং বুড়ইল ইউনিয়ন ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় এলাকা জুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
পরে বিজরুল হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আজকের শোভাযাত্রা আমাদের আন্দোলনের শক্তি ও ঐক্যের প্রতীক। কাহালু-নন্দীগ্রামের জনগণের সমর্থন ও ভালোবাসা আমাদের বিজয়ের পথকে আরও সুগম করবে। আমার দৃঢ় বিশ্বাস সঠিক নেতৃত্ব এবং নীতিতে অটল থাকলে কাহালু-নন্দীগ্রামকে সোনালী ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবো। ধানের শীষের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর