কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এছাড়া আগামী কয়েক দিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভাটি মূলত মঙ্গলবার হওয়ার কথা ছিল। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিশেষ পরিস্থিতি মোকাবিলায় বৈঠকটি এগিয়ে আনা হয়।
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেওয়া হয় এবং তা গৃহীত হয়। এছাড়া বৈঠকে বরিশাল অঞ্চলের দুই আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে তাদের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ ওঠে; তারা বিদেশে বসে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারেন বলেও আলোচনা হয়।
সূত্র জানায়, সভায় মাঠে থাকা সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়। তবে আপাতত তাদের মাঠে রেখেই পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর