গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ শীতল গোমেজ (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার পিপড়াশৈর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ নভবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সোয়া তিনটার দিকে পিপড়াশৈর গ্রামের শীতল গোমেজের বাড়িতে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার বসতবাড়ির পূর্ব দিকের একটি ঘরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় থাকা ২০ লিটার চোলাইমদ জব্দ করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে শীতল গোমেজকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শীতল ওই গ্রামের মৃত সুনীল গোমেজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোপনে নিজের বাড়িতে চোলাইমদ তৈরি ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এই ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইব্রাহিম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করেছেন। (মামলা নং-১১, তারিখ- ০৯/১১/২০২৫)। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আয়ুবুল ইসলামকে।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা উক্ত আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। কালীগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। আটক আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর